নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী হুরের মেলা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী হুরের মেলা অনুষ্ঠিত
MostPlay

নওগাঁর পত্নীতলা উপজেলায় বৈশাখী মেলা ঐতিহ্যবাহী হুরের মেলা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

 আজ রবিবার (৮ মে) সন্ধ্যায় নাদৌড় বেংডোম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেংডোম যুব সমাজের আয়োজনে নজিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হারুন অর রশিদ হারুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুল লতিফ দেওয়ান, নজিপুর পৌর ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পারভাজ, নজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল বারিক। মইনুল ইসলাম ময়েন প্রমূখ।

সাংস্কৃতিক সন্ধ্যায় আবু আসাদের সঞ্চালনায় ব্লুস্কায় ব্র্যান্ডের পরিচালনায় ব্র্যান্ডের নিজস্ব ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। উল্লেখ্য করোনার কারনে দীর্ঘ দু’বছর এই হুরের মেলাটি, এই মেলা কে কেন্দ্র করে আশপাশের ১০/১৫ গ্রামের প্রতিটি বাড়ীতে জামাই মেয়ে সহ বিভিন্ন আত্মীয় স্বজন আসে। প্রতিটি বাড়ীতে যেন আনন্দ উল্লাসে মুখর হয়ে উঠে।

মন্তব্যসমূহ (০)


Lost Password