নওগাঁর মান্দায় শপিং ব্যাগ থেকে ১৩৭ পিচ গুলির খোসা উদ্ধার

নওগাঁর মান্দায় শপিং ব্যাগ থেকে ১৩৭ পিচ গুলির খোসা উদ্ধার
MostPlay

নওগাঁর মান্দা উপজেলায় ১৩৭ পিচ গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে এসব উদ্ধার করা হয়।

গণেশপুর ইউপি সদস্য সাহাদৎ হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় পথচারীরা (নওগাঁ- রাজশাহী) মহাসড়কের নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগে গুলির খোসাগুলো দেখতে পেয়ে থানায় ফোন দেন। এরপর মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, এসআই ফারুক এবং এএসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সপুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে জঙ্গলের ভিতর পড়ে থাকাবস্থায় একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে ৭.৬২ মডেলের ১৩৭ পিচ গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password