চিত্রনায়ক ফেরদৌস অবশেষে ভারতে যাওয়ার অনুমতি পেলেন

চিত্রনায়ক ফেরদৌস অবশেষে ভারতে যাওয়ার অনুমতি পেলেন
MostPlay

গত লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারতে ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সেই নিষেধাজ্ঞার আড়াই বছরেরও বেশি সময় পর ভারতে যাওয়ার অনুমতি পেলেন তিনি। এ প্রসঙ্গে শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌস জানিয়েছেন, একটা ভুল বোঝাবুঝির কারণে আড়াই বছরের বেশি সময় ভারতে ঢুকতে পারিনি।

নিষেধাজ্ঞা শেষে ভারতের ভিসা পেয়ে ভীষণ আনন্দিত। ক্যারিয়ারের শুরু থেকেই দুই দেশে একসঙ্গে কাজ করেছি। সব সময় বলতাম, কলকাতা আমার সেকেন্ড হোম। ফেরদৌস আহমেদ আরও জানিয়েছেন, দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছেন তিনি। ফেরদৌস আহমেদ ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে। এই সিনেমার জন্য প্রথমা বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password