ইতালিতে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশেই দাফন চায় দূতাবাস

ইতালিতে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশেই দাফন চায় দূতাবাস

ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া সাত বাংলাদেশির মরদেহ ইতালি থেকে দেশে পাঠানোর চেষ্টা করছে ইতালিতে বাংলাদেশ দূতাবাস। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান রবিবার সন্ধ্যায়  এ তথ্য জানিয়েছেন। এর আগে সাত বাংলাদেশিকে ইতালিতে দাফন করা হতে পারে বিভিন্ন গণমাধ্যমের এমন খবর প্রচার হয়।

এ বিষয়ে জানতে চাইলে শামীম আহসান  বলেন, ‘না, আমরা মরদেহগুলো দেশে পাঠাতে কাজ করছি। তি‌নি বলেন, আমরা জোরা‌লোভা‌বে ব‌লে‌ছি ইতা‌লি‌তে দাফ‌নের উদ্যোগ বন্ধ কর‌তে। ইতা‌লি কর্তৃপক্ষ এতে সম্মত হ‌য়ে‌ছে। এর আগে, গত শুক্রবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাতটি মরদেহ দেশে আনা বা দাফনের আগ পর্যন্ত সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার মর্গে রাখা যাবে।

সাধারণত লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাছে পাসপোর্ট থাকে না। এ কারণে তাদের নাগরিকত্ব যাচাই ও ফেরার প্রক্রিয়া কঠিন হয়। মরদেহগুলোর ক্ষেত্রেও ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত হতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password