অঘটনে স্বপ্ন ভঙ্গ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজের

অঘটনে স্বপ্ন ভঙ্গ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজের
MostPlay

এবার বিশ্বকাপের শুরুটাই কেমন জানি এলোমেলো, খেলার প্রথম থেকেই যেমন দ্বিধা দন্ধে ভোগছিলেন দর্শকরা তেমন করে খেলোয়াড়রাও। প্রতিটা খেলাই যেন অঘটন। এবার অঘটনের শিকার হল সাবেক টি২০ এর বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ।

আয়ারল্যান্ডের সঙ্গে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ। এবারের বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আগেই এমন অঘটনের শিকার হলো গেইল শিষ্যরা।

৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ।

ক্যারিবীয়দের দেওয়া ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে আইরিশরা।

এবার অঘটন দিয়েই পর্দা উঠেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুতেই ক্রিকেট আসরের ছোট দেশ নামিবিয়া যারা অঘটন ঘটিয়ে হারিয়ে দেয় এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। আসরের দ্বিতীয় দিনেও অঘটন! দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারায় স্কটল্যান্ড।

এবার আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

জিতলে সুপার টুয়েলভ, হারলে বিদায়, এমন এক সমীকরণ সামনে রেখে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় উইন্ডিজ ও আয়ারল্যান্ড। কিন্তু অঘটনের হাত থেকে বাঁচতে পারলোনা বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ।

আইরিশ বোলারদের তোপে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলে পেরেছে মোটে ১৪৬ রান। ১৪৭ রানের সাধারণ লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৭৩ রান তুলেআয়ারল্যান্ড। পাওয়ার প্লেতেই এসেছে অবিচ্ছিন্ন ৬৪ রান।

৮ম ওভারের ৩য় বলে ওপেনার বালবিরনিকে আউট করে জুটি ভাঙেন আকিল হোসেন। পয়েন্টে কাইল মায়ার্সের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে বালবিরনির ব্যাট ছুঁয়ে আসে বলে ৩৭ রান।

এরপর লরকান টাকারকে সঙ্গী করে ১১তম ওভারে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যান ওপেনার পল স্টার্লিং। ১২তম ওভারে স্মিথের বলে কট এন্ড বোল্ড হলেও নো বলের কল্যাণে জীবন পান টাকার। এ সময় ১৭ রানে ব্যাট করছিলেন তিনি। ওই ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ৪৯ বলে ফিফটি পূরণ করেন স্টার্লিং।

১৮তম ওভারের ৩য় বলে জয়সূচক বাউন্ডারি হাঁকান টাকার। ফলে ১৫ বল বাকি থাকতেই আইরিশ শিবিরে হাসি ফোঁটান স্টার্লিং-টাকার জুটি। এ জুটি থেকে এসেছে অপরাজিত ৭৮ রান। ওপেনিংয়ে নেমে শেষ অবধি অপরাজিত থেকে পল স্টার্লিং করেছেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৮ রান। সমান দুই বাউন্ডারি ও ছক্কায় ৩৫ বলে নটআউট ৪৫ রান করেছেন টাকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password