নওগাঁয় এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়ার লারচী নামক স্থান থেকে দীপক (৪০) নামের এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। নিহত দীপক পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার চেরাগপুর আদিবাসী পাড়ার মহাদেবের ছেলে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, স্থানীয়রা বুধবার রাস্তার পাশে মৃত অবস্থায় এক যুবককে পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পরিচয় শনাক্ত করে। সে কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানান নিহতের পরিবারের লোকজন। মাঝে মধ্যেই সে একাই বাড়ি থেকে চলে যেত আবার বাড়িতে ফিরে আসতো।
পরবর্তীতে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলেও জানান ওসি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন