চাকরি পাননি ভারতীয় সেনায়, সেই ছেলেই এখন ইউক্রেনের হয়ে লড়ছেন

চাকরি পাননি ভারতীয় সেনায়, সেই ছেলেই এখন ইউক্রেনের হয়ে লড়ছেন
MostPlay

ভারতের সেবা করা তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়েই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছিলেন তামিলনাড়ুর তরুণ সৈনিকেশ রবিচন্দ্রন। কিন্তু তিনি প্রত্যাখ্যাত হন। এরপর ২০১৮ সালে ইউক্রেনের খারকিভে পাড়ি দেন রবিচন্দ্রন। খারকিভে ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে সেই কোর্স শেষ হওয়ার কথা ছিল। ইউক্রেনে অ্যারোস্পেস নিয়ে পড়তে গেলেও সৈনিক হওয়ার সুপ্ত বাসনা থেকেই গিয়েছিল রবির মনে। সেই সুযোগটাও এসে গেল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনাকে কেন্দ্র করে। ভারতের হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে বন্দুক তুলে নিতে না পারলেও যখন তিনি দেখলেন ইউক্রেনে আধাসামরিক বাহিনীতে লোক নিচ্ছে; রবি আর নিজেকে গুটিয়ে রাখতে পারেননি।

জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ঁর আধাসেনার ইউনিটে নাম লিখিয়েছেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হতেই রবির বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একবার যোগাযোগ হলেও তা বিচ্ছিন্ন হয়ে যায়। আবারও ভারতীয় দূতাবাসের সহযোগিতায় রবির সঙ্গে যোগাযোগ করেন তার বাড়ির লোকজন। কিন্তু রবি তাদের সবাইকে চমকে দিয়ে জানিয়ে দেন, বাড়িতে ফেরা সম্ভব নয়।

তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এখন রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন। রবির বাড়িতে এসে গোয়েন্দারাও সে খবর দিয়ে গেছেন। ইউক্রেনের বাহিনীতে ছেলের যোগ দেওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন রবির বাড়ির লোকজন। যোগাযোগ হলে ছেলেকে বারবার বুঝিয়ে থামানোর চেষ্টা করা হয়; কিন্তু কোনো লাভ হয়নি। রবির এক বন্ধু বলেছেন, দ্বাদশ শ্রেণি পাস করার পর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছিলেন রবি। কিন্তু তার কম উচ্চতার জন্য বাতিল হয়ে যান।

দুবারই একই ঘটনা ঘটে তার সঙ্গে। এরপর যুক্তরাষ্ট্রের বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নেন। চেন্নাইয়ে মার্কিন দূতাবাসে গিয়ে খোঁজখবর নেন- তিনি কি সে দেশের বাহিনীতে যোগ দেওয়ার যোগ্য? কিন্তু সেই আশাও নিভে যাওয়ায় অ্যারোস্পেস নিয়ে পড়াশোনার জন্য ইউক্রনে পাড়ি দেন ২০১৮ সালে। খারকিভে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করছেন। ২০২১ সালের জুলাই মাসে সর্বশেষ বাড়িতে গিয়েছিলেন রবি।

মাস দেড়েক বাড়িতে কাটিয়ে আবারও ইউক্রেনে ফিরে যান। রবির এক বন্ধু জানান, মাসখানেক আগে বাড়িতে ফোন করেছিলেন রবি। তখন জানিয়েছিলেন, একটি ভিডিও গেম তৈরির সংস্থায় পার্টটাইম কাজ করছেন। তিনি আরো বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার চার দিনের মধ্যেই রবির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি তার পরিবার। এরপর সংবাদমাধ্যমে খবর পাওয়া যায়, রবি ইউক্রেনের বাহিনীতে যোগ দিয়েছেন। এ ঘটনায় পরিবারের সবাই স্তম্ভিত।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্যসমূহ (০)


Lost Password