নওগাঁর মান্দায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চৌজা জাংগালপাড়া এলাকায় ফজলুর রহমানের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম আনারুল ইসলাম (৪৫)। তিনি তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের আমজাদ শেখের ছেলে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে জানান, সবাই বাজারের কানাই লালের চায়ের দোকানে কাজ করতেন বাবা আনারুল ইসলাম। একই উদ্দেশ্যে রোববার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেয়ায় তার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বাবা আনারুলের গান-বাজনা শোনার নেশা ছিল। এই ধারণা থেকে শংকরপুর গ্রামে হরিবাসরের অনুষ্ঠানে যেতে পারেন ভেবে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে বাবার লাশ আমবাগানে পড়ে থাকার বিষয়ে জানতে পারি। চা দোকানি কানাই লাল বলেন, আনারুল রোববার সকালে দোকানে কাজ করার জন্য এসেছিলেন। প্রস্রাব করার কথা বলে দোকান থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। আজ সোমবার সকালে আমবাগানে তার লাশ পাওয়া যায়।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, নিহত আনারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের ছেলে সুইট হোসেন থানায় ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password