চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হারিয়ে চমকে দিলো শেরিফ

চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হারিয়ে চমকে দিলো শেরিফ
MostPlay

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। তুলনামূলক কম শক্তিশালী দল শেরিফের কাছে হেরে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। শেষ মুহূর্তে গোল খেয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেছে ২-১ গোলের ব্যবধানে। আসরের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে হারানো মাদ্রিদ দ্বিতীয় ম্যাচে আনকোরা শেরিফের কাছে হেরে যাবে এটা অনেকেই ভাবতেই পারেনি। ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময বল দখলে রেখে ৩১টি শট নেয় রিয়াল, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে ঘর সামলাতে ব্যস্ত শেরিফ শট নিতে মাত্র চারটি, যার তিনটি লক্ষ্যে আর তাতেই লস ব্লাঙ্কোসদের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে বাজিমাত করে দিল খেলতে আসা দলটি।

ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা রিয়াল মাদ্রিদকে গোল দেয়ার সুযোগ খুঁজছিল শেরিফ। ম্যাচের ২৫তম মিনিটে ইয়াখশিবোয়েভের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মালডোভান ক্লাবটি। সমতায় ফেরার জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ কয়েকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে আর সুযোগ কাজে লাগাতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে রিয়াল। কিন্তু তাদের আক্রমণগুলো কোনো না কোনোভাবে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখছিল শেরিফ। তবে ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরায় রিয়ালের জার্সিতে দারুণ সময় কাটানো করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে এটি বেনজেমার ৭২তম গোল। রাউলকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি।ম্যাচে সমতা ফিরিয়ে আনার পর লিড বারিয়ে নেয়ার জন্য চেষ্টার কমতি রাখেনি রিয়াল মাদ্রিদ কিন্ত কিন্তু সফল হতে পারেনি আনচলেত্তির দল। বরং অবিশ্বাস্যভাবে শেষের দিকে গোল করে ম্যাচ জিতে যায় শেরিফ।

৮৯তম মিনিটে থ্রো থেকে ডি-বক্সে বল পান আদামা ত্রাওরে। তিনি খুঁজে নেন ডি-বক্সের বাইরে অরক্ষিত থিলকে। তার বুলেট গতির শট দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কোর্তোয়া। অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বেনজেমা। ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের। চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে দুই রাউন্ড শেষ অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছে দলটি। টানা দুই জয়ে তাদের পয়েন্ট ৬। রিয়ালের প্রথম হারে আগের ৩ পয়েন্ট নিয়ে থাকতে হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password