নওগাঁয় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
MostPlay

সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই প্রকল্প কর্তৃক আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রধান শিক্ষক জনাব মো: শামিমুল ইসলামের সভাপতিত্বে আরজী নওগাঁ উচ্চ বিদ্যালয়, নওগাঁয় বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুরে ব্র্যাক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অভিজিৎ রায় ইয়ুথ সদস্য নওগাঁ এর সঞ্চালনায় অতিথি হিসাবে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মো: আজাহার আলী, সহকারী প্রধান শিক্ষক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারজানা রেজা রুমি, ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার, প্রকল্প সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা এবং কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন এর উদ্দেশ্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেন ইয়ুথ লিডার ইসরাফিল হোসেন এছাড়া বক্তব্য প্রদান করেন শিক্ষক আশরাফুল ইসলাম। বিদ্যালয়ের ষষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী, শিক্ষকগনসহ ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা অংশগ্রহন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মনোসামাজিক কাউন্সেলিং এর আসর এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। শ্রেণীকক্ষে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের চ্যালেঞ্জ, উত্তোরণের উপায় ও পাঠদানের পরিকল্পনা বিষয়ক গ্রæপ ওয়ার্ক বাস্তবায়ন ফলোআপ করা হয় এবং নতুন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পৃথকভাবে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। ছাত্র-ছাত্রীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেওয়া হয়।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার পুরষ্কার বিতরণ করা হয়। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানে সহায়ক পরিবেশ সৃষ্টি,ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা এবং ছাত্রীদের মাসিক কালীন পরিচর্যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্যানিটারি প্যাড সরবরাহ, জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং বিদ্যালয়কে কৈশরবান্ধব মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তোলার উপর বক্তব্য প্রদান করে মাধুরী সূত্রধর, এরিয়া কো-অর্ডিনেটর, অধিকার এখানে,এখনই প্রকল্প।

আরজী নওগাঁ উচ্চ বিদ্যালয়, নওগাঁয় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোসামাজিক কাউন্সেলিং ও বক্তব্য প্রদান করেন ডা: মারুফা আখতার জাহান। এ সময় বক্তারা জানান, আমাদের দৃষ্টিভঞ্গির পরিবর্তন আনতে হবে, পরিবারে এবং স্কুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক- তৈরি, নিয়মিত ব্যায়াম করা, ভালো বন্ধুর সাথে মিশতে হবে, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে প্রধান শিক্ষক জনাব মো: শামিমুল ইসলামের বক্তব্যের মাধ্যমে কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় স্কুল ক্যাম্পেইন এর সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password