সৌদি আরবে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
MostPlay

বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য’ এবং ‘বিপথগামী বিশ্বাস’ পোষণ করার অভিযোগে সৌদি আরব ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আজ শনিবার একথা জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন ইয়েমেনি এবং একজন সিরীয় নাগরিক রয়েছে।

সৌদি আরবের আধুনিক যুগের ইতিহাসে রাজ্যটিতে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। সংখ্যাটি ২০২০ সালের ২৭টি এবং ২০২১ সালের ৬৭টি কে ছাপিয়ে গেছে। এসপিএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ‘ওই ব্যক্তিরা নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের হত্যাসহ বিভিন্ন অপরাধে দোষীসাব্যস্ত হয়েছিল।

এতে আরো বলা হয়, এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা। ’মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কেন শনিবারকেই বেছে নেওয়া হল, তা নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি। সৌদির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই হয় খুন কিংবা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

শনিবার সৌদি আরবে একসঙ্গে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। সৌদির সরকারি সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গিয়েছে। খুনি থেকে শুরু করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য, এক ধাক্কায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর! এ যাবৎ এক দিনে এত মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃষ্টান্তের কথা মনে করতে পারছে না ওয়াকিবহাল মহল।

এর আগে ১৯৮০-তে এক বারে ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সৌদিতে। ১৯৭৯-য়ে মক্কায় একটি মসজিদ দখল করে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তার পর থেকে মৃত্যুদণ্ড দেওয়া থামেনি ঠিকই, কিন্তু একবারে এত মানুষের মৃত্যুদণ্ডের কথাও মনে করতে পারছেন না কেউ।

এসপিএ-র তথ্য অনুসারে, দণ্ডিতদের কেউ কেউ ‘সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেওয়ার জন্য ‘সংঘাতপূর্ণ অঞ্চলে’ গিয়েছিলেন। ২০১৬-য় সৌদিতে শেষ বার একসঙ্গে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সে বছরের জানুয়ারিতে একসঙ্গে ৪৭ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তার পর থেকে একসঙ্গে এত বেশি মানুষের প্রাণ কাড়ার নজির নেই। করোনা অতিমারির সময় থেকে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিমাণও কমে গিয়েছিল। কিন্তু শনিবার তৈরি হল নয়া নজির।

মন্তব্যসমূহ (০)


Lost Password