নিজেদের ভূলে সরাসরি বিশ্বকাপ টিকিট পাওয়ার আশা শেষ রাশিয়ার

নিজেদের ভূলে সরাসরি বিশ্বকাপ টিকিট পাওয়ার আশা শেষ রাশিয়ার
MostPlay

স্পোর্টস ডেস্ক : কাতার ২০২২ ফুটবল বিশকাপের সরাসরি ড়িজিট পেতে ক্রোয়েশিয়ার সামনে জয়ের বিকল্প ছিল না অপরদিকে বাছাইয়ের শেষ ম্যাচে ড্র করলেই হতো রাশিয়ার। এমন সমীকরণের ম্যাচে পরাজয় এড়ানোর পথেই ছিল রাশিয়া। কিন্তু নিজেদের ভুলেই হারতে হয়েছে ম্যাচ, শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ টিকিট পাওয়ার আশা। শেষ দিকে ক্রোয়েশিয়াকে একরকম গোল উপহার দিল রাশিয়া! শঙ্কার কালো মেঘ সরিয়ে কাতারের টিকেট পেল গত বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়া আক্রমণের চেষ্টা করলেও নিজেদের রক্ষন সামলে সুযোগ পেলে কাউন্টারে যাওয়ায়তেই মনোযোগী ছিল রাশিয়া। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত সফল ছিল রাশিয়ানরা। বিপত্তিটা ঘটে ম্যাচের ৮১ মিনিটের সময়। নির্ধারিত সময়ের ৯ মিনিট বাকি থাকতে মারাত্মক ভুল করে বসেন রাশিয়ান ডিফেন্ডার ফেদর কুদ্রিয়াশভ। বাম পাশ থেকে ক্রস দিয়েছিলেন ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়। সেটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন কুদ্রিয়াশভ। তাতেই কপাল খুলে যায় সেই বিশ্বকাপের রানার্সআপদের। রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ক্রোয়েশিয়া।

১০ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ক্রোয়েশিয়া। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রাশিয়া। গত বিশ্বকাপের আয়োজক দেশটিকে খেলতে হবে প্লে-অফে।

মন্তব্যসমূহ (০)


Lost Password