ভুয়া তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে ডাকাতি

ভুয়া তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে ডাকাতি

রাজধানীর বাড্ডায় ভুয়া তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে সুযোগ বুঝে সর্বস্ব লুট নেয় ডাকাত দল। ঈদের দুদিন আগে এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় ভাড়াটিয়া একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। বাড়িওয়ালার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ইলেকট্রিশিয়ান পরিচয়ে এক মাস আগে বাসা ভাড়া নেন সোহাগ।

বাসায় উঠেই শুরু করেন বাড়ির মালিক এবং অন্য ফ্ল্যাটের তথ্য সংগ্রহ। কষতে থাকেন ডাকাতির পরিকল্পনা। ঈদের দুদিন আগে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ৬ সঙ্গীকে নিয়ে বাড়িওয়ালার বাসায় ঢুকেন সোহাগ। প্রথমে বাড়িওয়ালার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তারপর হাত-পা বেঁধে তাকে মেঝেতে ফেলে রাখেন।

পরে বাড়িওয়ালারও হাত-পা বেঁধে রাখেন ঘুমন্ত অবস্থায় এবং স্ত্রীকে অস্ত্র দিয়ে আঘাত করে প্রায় অচেতন করে ফেলেন। এরপর লকার ভেঙ্গে নগদ ১১ লাখ টাকা এবং ৩০ ভরির মতো স্বর্ণালঙ্কার লুট করেন সোহাগরা। ডাকাতির এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার (৩ জুলাই) কথিত ভাড়াটিয়া সেহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান।

বাড্ডা থানা পুলিশ বলছে, বাসাভাড়া নেয়া ডাকাতদলের কোনো তথ্যই ছিল না বাড়িওয়ালার কাছে। ভাড়াটিয়াদের তথ্য ফরম, ছবি ও আইডি দেয়া হলেও সাধারণত তেমন গুরুত্ব দেন না বাড়ি মালিকরা। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান। আর সে কারণে তাদের শনাক্ত করতে বেগ পেতে হয় তাদের।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা যাদেরকে সন্দেহ করছি, তাদের তথ্য বাড়ির মালিকের কাছে নেই। এ কারণে এ ধরনের অনেক ঘটনার রহস্য উদঘাটন করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।’ পুলিশ বলছে, নগরীতে এমন কায়দায় ডাকাতির খবর প্রায়ই শোনা যায়।

এক্ষেত্রে বাড়ির মালিকরা বাসা ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংগ্রহে রাখতে পারলে অপরাধ করে পার পাওয়ার সুযোগ কমবে বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসাইন বলেন, ভাড়াটিয়া ওঠার আগেই তার জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ ছাড়াও ফরম পূরণ করে যাবতীয় তথ্য নিলে কেউ যদি ভুয়া ভাড়াটিয়া হয়ে থাকেন, অর্থাৎ কারো অসৎ উদ্দেশ্য থাকলে সে আর ওই বাসায় থাকতে চাইবে না বা থাকলেও তাকে শনাক্ত করা পুলিশের জন্য সুবিধা হয়। ডিএমপির তথ্য মতে, ২০২২ সালে রাজধানীতে ১৭২টি ডাকাতির মামলা হয়েছে।

সূত্রঃ সময় নিউজ

মন্তব্যসমূহ (০)


Lost Password