গ্রানাদাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরলো রিয়াল

গ্রানাদাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরলো রিয়াল
MostPlay

স্পোর্টস ডেস্ক : গতরাতে ৪-১ গোলে গ্রানাদাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে পুরোটা সময় ধরে আক্রমণের ফুলঝুরি সাজিয়ে বসে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমনে দিশেহারা করে রাখে স্বাগতিকদের। দূর্দান্ত খেলার ফলও হাতেনাতে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

গ্রানাদার মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল রিয়ালের। ম্যাচের ৭০ ভাগ সময় বলের দখল ছিল তাদেরই পায়ে। গোলের জন্য করা ২১টি শটের মধ্যে ১০টিই ছিল লক্ষ্য বরাবর। যার মধ্যে চারটিতে মিলেছে সফলতা। ম্যাচের শুরু থেকেই গ্রানাদাকে চেপে ধরে রিয়াল। ৩ মিনিটের মাথায় এগিয়ে যেত পারতো রিয়াল কিন্ত করিম বেনজেমার শট ঠেকান ডিফেন্ডার সানচেস। তবে গোলের জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদকে।

প্রথমার্ধের ১৯ মিনিটের সময় জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন মার্কো আসেনসিও। পরের গোলেও অবদান রাখেন ক্রুস। কর্নার থেকে মদ্রিচকে বল দিয়ে এগিয়ে যান তিনি। ফিরতি বল পেয়ে জার্মান মিডফিল্ডার বাড়ান ছয় গজ বক্সে। নাচোর শট ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। বিরতিতে যাওয়ার আগে ৩৪ মিনিটের সময় গ্রানাদার পক্ষে একটি গোল শোধ করেন লুইস সুয়ারেজ।

বিরতির পর ৫৬তম মিনিটে দারুণ এক আক্রমণে ব্যবধান আবার বাড়িয়ে নেয় রিয়াল। বেনজেমা মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে পাস দেন মদ্রিচকে। এই ক্রোয়াট মিডফিল্ডারের পাসে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। আর ৭৬ মিনিটের সময় ক্যাসেমিরোর পাস থেকে শেষ গোলটি করেন ফারল্যান্ড মেন্ডি। ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ৩০। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়াদের পয়েন্ট ২৯। রিয়ালের সমান ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে সেভিয়া। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে বার্সেলোনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password