সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সাপাহার উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে সাপাহার ফিলিং পেট্রোল স্টেশন হইতে বিশাল র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি মিঃ ভুট্ট পাহান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন থানার অফিসার ইনচার্জ ওসি আল মাহমুদ,সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা সাংগঠনিক সম্পাদক অজিত সরকার, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক ক্ষুদিরাম এক্কা, সাংগঠনিক সম্পাদক বুধু নোনার, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্ত কুমার উরাও, সাধারন সম্পাদক মিলন কুজুর প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password