সৌদি আরব এর একটি শহর রাবিঘ

সৌদি আরব এর একটি শহর রাবিঘ

রাবিঘ হল মক্কা আল-মুকাররামা প্রদেশের প্রাচীনতম উপকূলীয় গভর্নরেট গুলির মধ্যে একটি। এটি সৌদি আরব আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত। রাবিঘ আয়তনে ৭১৪৯ বর্গ কিলোমিটার। কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি ছাড়াও অনেক কারখানা ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এখানে ২০২২ সালের হিসেব অনুযায়ী লোক সংখ্যা ৭২৯২৮ জন। রাবিঘ ১০০ কিলোমিটার দীর্ঘ একটি জল প্রান্তর সহ লোহিত সাগরের পশ্চিম উপকূল বরাবর প্রসারিত।

রাবিঘ গভর্নরেট উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে অবস্থিত যা মক্কা আল-মুকাররামাকে জেদ্দার সাথে এবং আল-মদিনা আল-মুনাওয়ারাহ ও উত্তরে ইয়ানবু পর্যন্ত সংযুক্ত করে। উত্তর এবং পূর্বে বদর, আল-মদিনা আল-মুনাওয়ারাহ এবং আল-মদিনা প্রদেশের আল-মাহদ গভর্নরেট, দক্ষিণে জেদ্দা গভর্নরেট দ্বারা সীমাবদ্ধ। উপকূলীয় অবস্থানের কারণে এখানে মাছ ধরার কেন্দ্র হয়ে উঠেছে এবং কৃষিজাত পণ্যের মধ্যে গম, তরমুজ এবং শাকসবজি উৎপাদিত হয়।

এখানে রয়েছে আরামকো রিফাইনারি, পেট্রো রাবিঘ, সৌদি সিমেন্ট, আল জামিল হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং রাবিগ পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। রয়েছে কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি, কিং আবদুল্লাহ বন্দর, এবং হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশন।

এ রাবিঘ এলাকার ছোট্ট একটি স্থান রয়েছে যা সবাই রাবিঘ মার্কেট বা রাবিঘ সিটি হিসেবে পরিচিত। এখানে অধিকাংশ লোকই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইয়েমেন, মিশর, লেবানন সহ বিভিন্ন এলাকার লোকজন। তাদের রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। তবে বেশিরভাগ বাংলাদেশি ও ইন্ডিয়ানের এখানে ব্যবসা করছে বিভিন্ন ধরনের যেমন মুদি, সবজি, রেস্টুরেন্ট, কাপড়, কসমেটিক দোান নিয়ে। এ সব ব্যাবসা প্রতিষ্ঠান কে ঘিরে এক প্রান্তে নির্মিত হয়েছে একটি ছোট্ট পার্ক। যাতে বিভিন্ন দেশের প্রবাসী সহ স্থানীয় লোকজন এখানে বিকেল থেকে রাত পর্যন্ত অবসর সময় পার করে থাকে। বিশেষ করে ছুটির দিনে এখানে লোকসমাগম হয় অনেক বেশি এ পার্কে রয়েছে নামাজের স্থান সহ খেলাধুলার ছোট্ট খেলার মাঠ ও শিশুদের খেলাধুলার সরঞ্জামাদি। সকাল ও বিকেলে করে শরীর কসরত। বিশেষ করে সৌদি আরব ও বাংলাদেশ বা অন্যান্য দেশের বিশেষ কোন উৎসব বা ঈদের দুই মৌসুমে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password