বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার (২৬ জুলাই) বিকেলে তিনি এ কথা জানান।
খন্দকার আল মঈন বলেন, নিয়মিত পেট্রোলিং ও চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পেট্রোলিং করব।
চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র্যাব। পাশাপাশি মহাসমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের কোনো সামগ্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে। তাই চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।
এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করে বিএনপি। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের গেটে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে চায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তা ছাড়া আরও বেশ কয়েকটি দল এদিন সমাবেশের অনুমতি চেয়েছে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, দলগুলো বিভিন্ন কর্মসূচি ঘিরে আমার সাইবার পেট্রোলিং করবো। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। খন্দকার মঈন বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন