ইসরায়েল ও আরব নেতাদের ফোন করছেন পুতিন

ইসরায়েল ও আরব নেতাদের ফোন করছেন পুতিন
MostPlay

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইসরায়েলি ও আরব নেতাদের ফোন করতে চলেছেন। প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন, ইসরায়েলের গাজা আক্রমণ ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের সূত্রপাত করতে পারে রাশিয়ার—রাশিয়ার এমন আশঙ্কার মধ্যে পুতিন তাদের ফোন করবেন। রাশিয়া বারবার সংঘাতের অবসানের জন্য আলোচনার আহ্বান জানিয়েছে।

এতে দীর্ঘদিনের অংশীদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উত্তেজিত হয়েছে এবং ইরানের সঙ্গে সম্পর্ক জটিল হয়েছে। ইরান সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভকে উদ্ধৃত করে বলেছে, প্রেসিডেন্ট পুতিন ইতিমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।

উশাকভ বলেছেন, দিনের অন্য সময় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলবেন পুতিন। ইসরায়েল হামাস নেতাদের হত্যার লক্ষ্যে স্থল আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত হওয়ার পর থেকে ভারী বোমাবর্ষণ করা গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের জন্য ভয় বেড়েছে।

হামাসের শত শত যোদ্ধা গাজার সীমান্ত ভেঙে ইসরায়েলে হামলা চালায়। এর এক দিন পর ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। দীর্ঘ অবরুদ্ধ ও দরিদ্র গাজা উপত্যকায় ইসরায়েলও নিরলস বোমা হামলা চালিয়ে জবাব দিয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭৫০ জন নিহত হয়েছে।

এদিকে হামাসের সমর্থক ইরান হুঁশিয়ারি দিয়েছে, গাজা আক্রমণের জবাব দেওয়া হবে, যা অন্য দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে বলে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ২০ মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করা মস্কো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে।

সূত্র : এএফপি

মন্তব্যসমূহ (০)


Lost Password