বেসরকারি বিশ্ববিদ্যালয় দুই শর্তে চালুর অনুমতি দেওয়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় দুই শর্তে চালুর অনুমতি দেওয়া হয়েছে
MostPlay

করোনার প্রাদুর্ভাব থাকায় ১৮ মাস বন্ধ শেষে দুটি শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা ইউজিসি দুটি শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চালুর অনুমতি দেয়। ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষাসহ শিক্ষাকার্যক্রম চালু করতে পারবে।

দুটি শর্ত হলো, ১. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এরই মধ্যে কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছে অথবা টিকা গ্রহণের জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে। ২. ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ টিকা গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে ক্লাসে অংশ নিতে পারবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password