পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম বাতিলের আবেদন নামঞ্জুর

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম বাতিলের আবেদন নামঞ্জুর
MostPlay

নায়িকা পরীমনি বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মামলাটির কার্যক্রম বাতিলে আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন পরীমনির পক্ষের আইনজীবীর নীলাঞ্জনা রিফাত (সুরভী) মামলার বিচার কার্যক্রম বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল আলম এই আবেদনের বিরোধীতা করে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজের আদেশ দেন। এদিন পরীমনির বিরুদ্ধে উত্তরা র্যাব-১ এর এসআই আবু হেনা মো. মোস্তফা কামাল আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে এই সাক্ষীর জেরা করার জন্য আসামি পক্ষে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ ডিসেম্বর জেরার জন্য তারিখ ধার্য করেন। এদিকে পরীমনির পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। তবে পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।

গত ৫ জানুয়ারী পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছরের ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজের বিচারক পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। গত ১২ অক্টোবর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password