এবার আরব সাগরে পাকিস্তানের যুদ্ধজাহাজ মোতায়েন

এবার আরব সাগরে পাকিস্তানের যুদ্ধজাহাজ মোতায়েন

এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করলো পাকিস্তান। গত রবিবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক নৌপথে ঘটে যাওয়া বিভিন্ন হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিতে এখন থেকে তাদের নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত টহল দেবে। সর্বশেষ দুই দিন আগে আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে ওই জাহাজ থেকে খবর পেয়ে ২১ নাবিককে উদ্ধারের কথা জানায় ভারতীয় নৌবাহিনী।

এমন ঘটনার দুদিনের মাথায় পাকিস্তান এ সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল। এর আগে গত ২৫ ডিসেম্বর আরব সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। বিভিন্ন বাণিজ্য–জাহাজে হামলা ঠেকাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানানো হয়। এসব হামলার মধ্যে ভারতীয় উপকূলের কাছে বাণিজ্য–জাহাজে একটি ড্রোন হামলার ঘটনাও রয়েছে। যে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে আসছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password