বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
MostPlay

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওপেনার ইমাম-উল হক, মিডল অর্ডার ব্যাটার কামরান গুলাম এবং অফ স্পিনার বিলাল আসিফ। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট, ইয়াসির শাহ এবং শাহনেওয়াজ দাহানি।

ইমাম সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে। সম্প্রতি কায়েদ-ই-আজম ট্রফিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে বাংলাদেশ সফরে সুযোগ পেলেন তিনি। আসরটিতে চার ম্যাচে ৫ ইনিংসে ৪৮৮ রান করেছেন ইমাম। রয়েছেন একটি অপরাজিত ডাবল সেঞ্চুরি। বিলাল স্কোয়াডে এসেছেন মূলত ইয়াসির শাহর বিকল্প হিসেবে। কায়েদ-ই-আজম ট্রফিতে তিনিও দারুণ খেলেছেন। ৫ টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। ২০১৮ সালের ডিসেম্বরের পর টেস্ট খেলার সুযোগ তার সামনে। কামরান ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। ২০২০-২১ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফিতে রেকর্ড ১২৪৯ রান করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে ছিলেন। এখন শ্রীলঙ্কায় আছেন পাকিস্তান শাহিনের (পাকিস্তান ‘এ’) হয়ে খেলতে।

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘কন্ডিশন বিবেচনায় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে টেস্ট দল। বাংলাদেশ তাদের ঘরের মাঠে শক্তিশালী দল। তবে ভালো পারফর্ম করার জন্য আমাদের সম্পদ, প্রতিভা এবং অভিজ্ঞতা রয়েছে। এই সিরিজ থেকে ছন্দটা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করি’। চলতি মাসের ২৬ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password