ভবনের পিলার ক্ষতিগ্রস্ত, ভেতরে ঢুকতে পারছেন না উদ্ধারকারীরা

ভবনের পিলার ক্ষতিগ্রস্ত, ভেতরে ঢুকতে পারছেন না উদ্ধারকারীরা

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ বিধায় ভিতরে অপারেশন চালানো যাচ্ছে না। এই বিস্ফোরণে বেইসমেন্টন ও গ্রাউন্ড ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন।

ডিজি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় একে নিচ থেকে সাপোর্টিং রিইনফোর্সমেন্টের ব্যবস্থা করে ঠিক করা হবে। কাজটি সেনাবাহিনীর সহায়তায় করা হবে। কতজন ভেতরে আছে বলা যাচ্ছে না তবে অভিযান অব্যাহত আছে। এদিকে এ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে আছেন ৪০ জন।

অন্যদিকে র‌্যাবের ডিজি এম খুরশিদ হোসেন বলেন, আমাদের ইউনিট এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। সেই কারণে ঘটনার উদ্ভব তা নিশ্চিত হতে পারিনি। তদন্ত শেষে বলা যাবে। মঙ্গলবার (৭ মার্চ) বিকাল সাড়ে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণ ঘটে। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এই ভবনে কয়েকটি স্যানিটারি পণ্যের দোকান আছে। ওপরের চারতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password