পার্লামেন্ট ছেড়ে পালালেন নেতানিয়াহু

পার্লামেন্ট ছেড়ে পালালেন নেতানিয়াহু
MostPlay

বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার জবাবে এবার জেরুজালেম ও তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে হামাস। আর এতেই পার্লামেন্ট ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে অবস্থান নেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অন্য আইনপ্রণেতারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (১৬ অক্টোবর) জেরুজালেমে রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানোর পরপরই ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ফ্লোর সাময়িকভাবে খালি করা ফেলা হয়। তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানোর বিষয়টি এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজানোর পর উভয় শহরেই বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন সিএনএনে’র দুই সাংবাদিক।

প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলার পরপরই নেতানিয়াহুসহ ইসরাইলি আইনপ্রণেতাদের পার্লামেন্ট ভবন ছেড়ে কাছের একটি নিরাপদ স্থানে যেতে বলা হয়। সেখানে তারা ‘কয়েক মিনিট’ অবস্থান করেছিলেন বলেও জানানো হয়। এদিকে জেরুজালেম ও তেল আবিবের দিকে রকেট ছোড়ার বিষয়টি জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেস ব্রিগেডসও।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক মানুষের ওপর ইসরাইলি বাহিনীর হামলার জবাবেই জেরুজালেম ও তেল আবিবে রকেট ছোড়া হয়েছে।’ গেল ৭ অক্টোবর থেকে সোমবার (১৬ অক্টোবর) পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে এই সময়ের মধ্যে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮০৮ জন। উভয় পক্ষেরই অন্তত ১৫ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password