নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় শোক দিবস পালন

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় শোক দিবস পালন

নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১৫ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহা, রুহুল আমিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোর্শেদ মঞ্জুর কবীর লিটন সহ সকল ডাক্তার, নার্স, আয়া ও সকল প্রকার কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবস পালন উপলক্ষে ভর্তি কৃত সকল রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password