নওগাঁ পত্নীতলায় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত

নওগাঁ পত্নীতলায় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত
MostPlay

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা প্রশাসন এবং রাজশাহী বিএসটিআই’র যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

গতকাল সোমবার (১৫ নভেম্বর) অভিযানে বিএসটিআই এর লাইসেন্স বিহীন পণ্য দই (ফার্মান্টেড মিল্ক) ও ভুয়া তথ্য প্রদান, উৎপাদন ও বাজারজাত করায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ধারায় মেসার্স মমতাজ বেকারীকে ১০ হাজার টাকা এবং মেসার্স বিদ্যুৎ কনফেকশনারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এবং সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) জহুরুল হক, ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোলস্না।

মন্তব্যসমূহ (০)


Lost Password