গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
MostPlay

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে গরুবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা মা ও চার বছরের ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মারুফা বেগম ও তার ছেলে মারুফ ওরফে মাহিন। মারুফা বেগম মাগুড়া জেলার কেশবপুর উপজেলার মিজানুর রহমান মিজানের স্ত্রী। চাকরির সুবাদে সপরিবারে তারা গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মিজানুর রহমান মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলে মারুফকে নিয়ে পৌর শহরের মায়ামনি হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে রাজমতি সুপার মার্কেট মোড়ে পৌঁছলে রংপুর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলকে বগুড়াগামী একটি গরুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। এ সময় বেঁচে যান মোটরসাইকেল চালক মিজানুর রহমান। এদিকে, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর চেষ্টা চালায়।

পরিস্থিতি বেগতিক দেখে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. খাইরুল বাশার জানান, খবর পেয়ে নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password