নওগাঁর পত্নীতলায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নওগাঁর পত্নীতলায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
MostPlay

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উর্তীন্ন পণ্য দোকানে রাখা, মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ প্রতিষ্ঠানের জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার( ৯ মার্চ) দুপুরে উপজেলার নজিপুর পৌরশরের নজিপুর বঙ্গ বাজার ও নুর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেনের নেতৃত্বে তদারকিকালে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিরোধী কার্যের অপরাধে প্রশাসনিক ব্যাবস্থায়- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপর দিকে পত্নীতলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম এর নেতৃত্বে নজিপুর সরদার পাড়া ও পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকানে ৫ শ করে জরিমানা আদায় করা হয় এবং তাদের কে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password