নওগাঁর বদলগাছী অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ লক্ষ টাকা জরিমানা

নওগাঁর বদলগাছী অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ লক্ষ টাকা জরিমানা

নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার জেলার সদর উপজেলা ও বদলগাছী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানে জেলার ছয়টি অবৈধ ইটভাটার মালিকদের ১৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নওগাঁ সদর উপজেলার চারটি লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ১০ লক্ষ ৫০ হাজার টাকা এবং বদলগাছী উপজেলায় দুইটি লাইসেন্স বিহীন ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় সদর উপজেলার মেসার্স এসএস কনস্ট্রাকশনকে ৩লক্ষ টাকা, মেসার্স এবিসি ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ এন্ড ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা এবং বদলগাছীর উপজেলার মেসার্স মুন ব্রিকস ফিল্ডকে ৩লক্ষ টাকা ও মেসার্স দিপ্তী ব্রিকসকে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নওগাঁ জেলার সদর উপজেলা ৪টি এবং বদলগাছী উপজেলায় ২টি ইটভাটায় প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তিনি আরো বলেন, নওগাঁ জেলা আরো অনেক অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password