ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হল - দুবাই মেঘনা প্রবাসী মিলন মেলা ও আলোচনা সভা।  

বাংলাদেশের বিজয়ের মাস ও ইউনাইটেড আরব আমিরাতের ৫১তম ন্যাশনাল ডে উপলক্ষে গত ০২ ডিসেম্বর শুক্রবার দুবাইয়ের মামজার পার্কে মেঘনা প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানটির প্রধান আয়োজনে ছিলেন মেঘনা দুবাই প্রবাসী সমবায় সমিতি। অনুষ্ঠানের প্রধান আয়োজক মোঃ রনি, অলি আহমেদ, মোকলেস প্রধান, জাকির প্রধান ও মইনুদ্দিন রহমান সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনার লুটের চর ইউনিয়নের শিকদার পরিবারের দুই জনাব ইঞ্জিনিয়ার মাহাবুব উল্লাহ সিকদার ও মোঃ শাফায়েত উল্লাহ সিকদার (সভাপতি- বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, আজমান, ইউএই)।


অনুষ্ঠান সম্পর্কে ইঞ্জিনিয়ার মাহাবুব উল্লাহ সিকদার বিডিটাইপকে বলেন, প্রবাসীরা দেশের সম্পদ তাদের কঠোর পরিশ্রমে আজ দেশের উন্নতি হচ্ছে। মা বাবা আত্মীয়-স্বজন ছেড়ে এরত দূরে এসে টাকা উপার্জন করে তাদের মনে একটু আনন্দ ও অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের এর আয়োজন করা। তাছারা আমাদের মেঘনার উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেই সম্পর্কেও আলোচনা করা আমার মেঘনার ভাইদের সাথে।