অনেক দেশ রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমিয়ে দিয়েছে

অনেক দেশ রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমিয়ে দিয়েছে

রোহিঙ্গা ইস্যুতে অনেক দেশ অর্থায়ন কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে অর্থ কমছে, এটা নিয়ে (বৈঠকে) আলোচনা করেছি। যারা রোহিঙ্গা ইস্যুতে অর্থায়নের ওয়াদা করেছে, তাদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ সংগ্রহ করতে বলেছি। এ সময় রোহিঙ্গাদের জন্য অর্থ প্রদানে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথম দিন থেকে সহযোগিতা করে যাচ্ছে, এখনও করছে। তাদের কোনো গাফলতি নাই। তবে অনেক দেশ আগে সাহায্য করেছে। কিন্তু এখন কমিয়ে দিয়েছে।

অর্থায়ন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশার কথাও শুনিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের অগ্রাধিকার প্রত্যাবাসন। আমি সবসময় আশাবাদী। মিয়ানমার সরকার বার বার ওয়াদা করেছ, তারা ওদের নিয়ে যাবে। সুতরাং আমি আশাবাদী। তবে কবে নেবে সেটা আমি জানি না।

এদিকে রোহিঙ্গাদের অর্থায়ন কমে যাওয়া নিয়ে গোয়েন লুইস বলেন, বিদ্যমান দেশগুলো যারা সহযোগিতা করছে, তাদের ছাড়াও আমরা নতুন দেশের সন্ধান করছি। পুরো বিশ্বকে এ বছরটি বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। ইউক্রেন যুদ্ধসহ বিশ্বে বহু সংকট বিদ্যমান রয়েছে।

ভূমিকম্প, সিরিয়ায় ও আফগানিস্তানের পরিস্থিতিসহ অনেক সংকট রয়েছে। একটি বিষয়ে আকর্ষণ ধরে রাখা কঠিন। তবে আমরা সহযোগিতা নিশ্চিত করব। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ জাতিসংঘের সহযোগিতা চেয়েছে। তবে জাতিসংঘের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যাচ্ছেন, তাদের নিরাপত্তা এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা।

মন্তব্যসমূহ (০)


Lost Password