প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি
MostPlay

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে জয় আদায় করে নিয়েব্যার্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইতিহাদে ম্যান সিটির খেলোয়াড়রা নিজেদের খোলশের মধ্যেই আটকে ছিল। কাল রাতে পুরো টিমকে ছন্নছাড়া মনে হয়েছে। সাউদাম্পটনও বলার মতো কোণ আক্রমণ করতে পারেনি প্রথমার্ধে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির পরিস্থিতি হয় আরও শোচনীয়। এ সময় তাদের কাইল ওয়াকার বক্সের মধ্যে সাউদাম্পটনের আর্মস্ট্রংকে ফাউল করে লাল কার্ড দেখেন। অন্যদিকে পেনাল্টি পায় সাউদাম্পটন। অবশ্য ভাগ্যদেবী সঙ্গে ছিলেন সিটির। ভিডির অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর চেকে দুটো থেকেই রেহাই পায় স্কাই ব্লুজরা। এরপর ফার্নান্দেজ ও জেসুসকে তুলে নিয়ে কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজকে মাঠে নামান গুয়ার্দিওলা। এতে খেলায় গতি বাড়ে কিছুটা।

৭৪তম মিনিটে রাহিম স্টার্লিং ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সিটি। তবে রেফারির সাড়া মেলেনি। যোগ করা সময়ে ফোডেনের হেড প্রতিহত হওয়ার পর কাছ থেকে বল জালে পাঠান স্টার্লিং। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ভিএআরেও বহাল থাকে সিদ্ধান্ত। এ ড্রয়ের ফলে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে পাচ ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে সাউদাম্পটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশ স্থানে।

মন্তব্যসমূহ (০)


Lost Password