ঘরের মাঠে ম্যান সিটির কাছে হেরে গেল ম্যান ইউ

ঘরের মাঠে ম্যান সিটির কাছে হেরে গেল ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে ‘ম্যানচেস্টার ডার্বি’তে এবারো পারেনি ম্যানইউ। রোনালদোদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে ম্যানসিটি। বল দখল ও আক্রমণ-দুটিতেই একচেটিয়া আধিপত্য করে সিটি। ম্যাচে গোলের জন্য তাদের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের পাঁচ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। সেটি ম্যাচের প্রথম আধা ঘণ্টায়, ওই একটি শট ছাড়া পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। গত মাসে এখানে লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল ইউনাইটেড। এবারও হারের ব্যবধান হতে পারত বড়। দারুণ কিছু সেভ করে তা হতে দেননি দাভিদ দে হেয়া।

ম্যাচের সপ্তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বাম পাশ থেকে হোয়াও ক্যানসেলোর ক্রস নিজেদের জালেই প্রবেশ করান আইভোরি কোস্টের ডিফেন্ডার এরিক বেইলি। ২৬তম মিনিটে ভালো একটি সুযোগ পান রোনালদো। লুক শর ক্রসে ডি-বক্সে পর্তুগিজ ফরোয়ার্ডের বাঁ পায়ের জোরালো ভলি দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক এদেরসন।

ম্যান সিটির দ্বিতীয় গোলটি ছিলো অনেকটাই সারপ্রাইজিং। এবারও উৎস ছিলেন ক্যানসেলো। বাম দিক থেকে আসা তার ক্রসে কোনোমতে পা লাগিয়ে দেন বার্নার্ডো সিলভা। এরপর তা ডি গিয়ার হাতে ও বুকে লেগে জড়িয়ে যায় জালে, ব্যবধান বেড়ে যায় ম্যান সিটির।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কমে আসে কিছুটা। ম্যান সিটি তাদের রক্ষন সামাল দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করে বেশ কয়েকটি ভাল সুযোগও তৈরি করেছিল তবে ম্যান ইউর গোলরক্ষকের দৃঢ়তায় ব্যাবধান বাড়াতে পারেনি তারা। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেষ্টার সিটি। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে সিটিজেনরা। অন্যদিকে, ১৭ পয়েন্ট পাওয়া ম্যানইউর অবস্থান পাঁচে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password