বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএস নেতা সুদানিকে হত্যা

বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএস নেতা সুদানিকে হত্যা
MostPlay

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সোমালিয়ায় অভিযান চালিয়ে গত বুধবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ আঞ্চলিক নেতা বিলাল-আল-সুদানিকে হত্যা করেছে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত বৃহস্পতিবার বলেন, বিলালকে গ্রেপ্তারের জন্য উত্তর সোমালিয়ার একটি পাহাড়ি গুহায় অভিযান চালানো হয়।

এ সময় বন্দুকযুদ্ধে বিলালের মৃত্যু হয়। ঘটনাস্থলে তার ১০ সহযোগীও নিহত হন। তবে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। অস্টিন আরো বলেন, বিলাল আফ্রিকায় আইএসের সম্প্রসারণ ও আফগানিস্তানসহ বিশ্বব্যাপী অর্থ সরবরাহে কাজ করছেন। ১০ বছর আগে আইএসে যোগ দেওয়ার আগে বিলাল সোমালিয়ায় চরমপন্থী আল-শাবাবের জন্য যোদ্ধা নিয়োগ ও প্রশিক্ষণে যুক্ত ছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, বিলাল বিশেষ দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতেন। অর্থ সরবরাহে ভূমিকা রাখায় তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিলেন। এই অভিযানের জন্য প্রায় মাসব্যাপী প্রস্তুতি নেওয়া হয় বলেও জানান তাঁরা।

সূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্যসমূহ (০)


Lost Password