গাজায় সহিংসতার ডামাডোলের মধ্যে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন শুরু করেছে ইসরায়েলিরা। সামরিক বাহিনীর পাশাপাশি যাতে রয়েছে বেসামরিক জায়নবাদীরাও। ফিলিস্তিনি গ্রামে ঢুকে নিরস্ত্র বাসিন্দাদের উপর হামলার ঘটনা বেড়েছে। আতঙ্কিত ফিলিস্তিনিরা সরে গেলে, দখলে নেয়া হচ্ছে, তাদের ভূমি। মানবাধিকার কর্মীরা বলছেন, সবার নজর যখন গাজায়, তখন পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের বিদায় করার মিশনে নেমেছে ইসরায়েল।
দখলদারদের হামলার মুখে পড়তে হচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরও। গত কয়েক দিনে নিয়মিত হয়ে উঠেছে এ দৃশ্য। দখলদাররা কালো কাপড়ে মুখ ঢেকে হামলা চালাচ্ছে গ্রামে গ্রামে। নতুন করে উচ্ছেদ করছে ফিলিস্তিনিদের, দখল করে নিচ্ছে বাড়ি ঘর। এমন কি দিনে দুপুরে গুলি করে হত্যা করছে এ অঞ্চলের বাসিন্দাদের।
নিরীহ এ মানুষদের উপর ইসরায়েলি দখলদারদা নির্যাতন চালিয়ে আসছে বহু বছর ধরে। গাজায় চলমান সহিংসতা শুরুর পর এর প্রবণতা বেড়েছে আরো। যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে।
পশ্চিম তীর বাসিন্দা আবেদ ওয়াদি বলেন, বাড়িতে ঢুকে সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। রাইফেল নিয়ে হামলা করেছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর। এখন জলপাইয়ের মৌসুম গাছেই নষ্ঠ হচ্ছে ফলগুলো। দখলদারদের ভয়ে বাগানে যাওয়ার সাহস পাচ্ছে না কেউ আতঙ্কিত সবাই। পুরো গ্রামে চলছে পালা ক্রমে পাহারা।
ইসরায়েলি বাহিনীর নজরদারিও বাড়ছে এ অঞ্চলটিতে হামাস সন্দেহে গ্রেফতার করা হচ্ছে সাধারণ মানুষকে। নির্বিচারে চালানো হচ্ছে গুলি।
পশ্চিম তীরের এক বাসিন্দা জানান , দখলদাররা একদিন হঠাৎ এসে আমাদেরকে ঘরে আটকিয়ে দেয় আর বলে তোমরা যদি বের হও তাহলে গুলি খাবে। তাদের হাতে রাইফেল ছিলো তারপর তারা জানাল দরজা ভেঙে তান্ডব চালানো শুরু করে।
বিভিন্ন মহল বলছে সারা বিশ্বের মনোযোগ এখন গাজার দিকে আর তারই সুযোগে ফিলিস্তিনিদের সরিয়ে পর পশ্চিম তীর দখল নিতে পরিকল্পিত ভি যাবে মিশনে নেমেছে ইসরায়েলি দখলদাররা। এমন কি ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি'সেলেমও বলছে একি কথা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন