হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আলজাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্টে বিল পাস হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার বন্ধ রাখতে শুক্রবার পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা খারহি। এরপর পার্লামেন্টের সদস্যরা একমত হয়ে বিলটি পাস করেন। এদিন পার্লামেন্টে শালোমা খারহি বলেন, ইসরায়েল এখন সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে।
আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করে সহিংসতা উসকে দিচ্ছে।
এর আগে, গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধে আলজাজিরা নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। ফলে শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে ইসরায়েলের সরকার।
পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে। এরপর সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন