মিসর ও জর্ডান থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে এ তথ্য। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের জেরে এসব দেশে ইসরায়েলিরা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এই নির্দেশ জারি করলো দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে মিশর, জর্ডান ও মরক্কোয় ভ্রমণ সতর্কতাও জারি করেছে ইসরায়েল।
মিশর ও জর্ডানে ভ্রমণ সতর্কতা-৪ ও মরক্কোয় ভ্রমণ সতর্কতা-৩ জারি করেছে দেশটি। শনিবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় নিরাপত্তা কাউন্সিল। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ফিলিস্তিন সংঘাতের জেরে হামলা চালানো হচ্ছে গত কয়েকদিন ধরে।
যুক্তরাষ্ট্র তাদের দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সতর্ক অবস্থান ও সাবধানে চলাচল করতে সতর্ক করে। এবার নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো ইসরায়েল। তুরস্ক থেকে ইসরায়েলের সকল কূটনীতিককে সরিয়ে নেওয়ার একদিন পর এমন নির্দেশনা দিল তেল আবিব।
ওই বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের তুরস্কে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রয়েছে- মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপ। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশসহ আরব বিশ্ব ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছে। যা ইসরায়েল ও ইহুদিদের স্বার্থের পরিপন্থি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন