হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল

হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল
MostPlay

আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-লেবানন পরিস্থিতি। দুই দেশের সীমান্তে আবারও ঘটেছে হামলা-পাল্টা হামলার ঘটনা। লেবাননের দক্ষিণে দুটি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে। গ্রাম দুইটি ইসরায়েল সীমান্ত সংলগ্ন। গ্রাম দুটি হলো কাফল শুবা ও ওদেইশেহর। হামলায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।

ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

ইসরায়েলের ধারণা, ইরান সমর্থিত লেবাননের শিয়াপন্থী গোষ্ঠীটি হামাসকে সহায়তা করে থাকে। হিজবুল্লাহ বলেছে, তারা গতকাল বুধবার ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি মিলিটারি পোস্টে হামলা চালিয়েছে। হামাসের মতো হিজবুল্লাহকেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের সহযোগীরা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

সূত্র : বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password