লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে ক্রমাগত চলছে ইসরায়েলের হামলা

লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে ক্রমাগত চলছে ইসরায়েলের হামলা

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে এখনও অনবরত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবারও (১৭ অক্টোবর) ইসরায়েলের হামলায় প্রাণ গেছে একজনের। এ নিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার লেবাননে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আটককৃতদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। এরআগে সোমবার লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েল ভূখণ্ডে। এ ঘটনার পর লেবানন সীমান্তবর্তী অন্তত ২৮টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে ইসরায়েল। এরপরই অভিযান শুরু হয় হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password