আদৌ দূর্ঘটনা নাকি কারো কারসাজি? বারবার আগুন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন!

আদৌ দূর্ঘটনা নাকি কারো কারসাজি? বারবার আগুন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন!

রাজধানীর মার্কেট গুলোতে একের পর এক আগুন লেগেই যাচ্ছে বঙ্গবাজারসহ সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই আগুন লাগার কারন কি? আদৌ দূর্ঘটনা নাকি কারো কারসাজি? প্রধানমন্ত্রীর প্রশ্ন !।

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেই গুরত্বপূর্ন মার্কেট গুলো থেকে সাধারণ মানুষ মার্কেট করে, এবং যেই মার্কেট গুলোতে মানুষ ছোটখাটো ব্যবসা বানিজ্য করে  জীবিকা নির্বাহ করবে। সারা বছর মানুষ বসে থাকে এই জন্য। আর সেই সব যায়গা গুলোতে বার বার আগুন লাগা, প্রথম আগুন লাগাটাকে আমরা মনে করলাম এক্সিডেন্ট কিন্তু এর পর পর যে তিন চারটা আগুন লাগলো সময় টা ঠিক একই সময়।

তিনি আরও বলেন, একটা জিনিস খুব লক্ষনীয় যখন আগুন নেবানোর জন্য ফায়ারসার্ভিস আসে তখন তাদের বাধা দেওয়া। তারা কাজ করবে, তারা উদ্ধার করবে, তাদেরকে কেন বাধা দেওয়া? বঙ্গবাজার যখন আগুন লাগলো এমন কি তারা হানিফ ফায়ার সার্ভিস থেকে পানি দিতে চাচ্ছে সেখানেও তাদের বাধা দেওয়া। এরপর যখন তারা আগুন নিভালো সব নিয়ন্ত্রনে নিয়ে আসলো ঠিক ১২ টার পরপর কিছু লোক ফায়ারসার্ভিসের উপর হামলা করা । এটা কেন? তারা তো নিজের ঝুকি নিয়ে মানুষকে রক্ষা করছে। এরা কারা? ঠিক ৬ টার পরই আগুন গুলো লাগছে, যদি পরপর চারটা আগুন লাগা আদৌ দূর্ঘটনা নাকি কারো কারসাজি?

শেখ হাসিনা বলেন, আমরা তো জানি কিছু রাজনৈতিক দল ঈদের পর আন্দোলন করবে,  অর্থনীতি পঙ্গু করে দিবে,  অর্থনীতি পঙ্গু করে সরকারকে উদঘাত করবে।সরকারকে উদঘাত করবে ভাল কথা কিন্তু এই সাধারণ মানুষ গুলো কি অপরাধ করলো? সাধারণ ব্যবসায়ীরা কি অপরাধ করলো? সধারণ ক্রেতা্রা কি অপরাধ করলো?  সাধারণ মানুষ গুলো যেখান থেকে ক্রয় করে সেই যায়গা গুলোই পুরাইয়া দেওয়া হচ্ছে। মানুষ গুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে । মানুষ গুলো একটা আখঙ্কা নিয়ে থা সারা বছরের এই দিনটাতে ভাল ব্যবসা করবে। আর এই দিনতা তে এই গুলো করা... আমার মনে হয় এই গুলো সহজে ছেরে দেওয়া যাবেনা। 

এদিকে প্রধানমন্ত্রী বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে এবং দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখতে বলেছেন শেখ হাসিনা।

এ ছাড়া সবাইকে আরও বেশি সচেতন থাকার পাশাপাশি মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেছেন সরকারপ্রধান।

মন্তব্যসমূহ (০)


Lost Password