ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি দিলো ইরান

ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি দিলো ইরান
MostPlay

তেহরানের একের পর এক হুমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-ইসরায়েলের সম্পর্ক। গাজায় আগ্রাসন বন্ধ না করলে শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রইসি প্রশাসন। দেশটির দাবি, তেল আবিবের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত হিজবুল্লাহ, হুতিদের নিয়ে গঠিত প্রতিরোধ বাহিনী। এছাড়া, যুক্তরাষ্ট্রের আচরণকে 'ভণ্ডামি'ও আখ্যা দিয়েছে তেহরান। খবর আল জাজিরার।

গাজার পাশাপাশি হিজবুল্লাহ-ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে লেবানন সীমান্তেও। এরমধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানও তেলআবিবকে একের পর এক হুমকি দিচ্ছে। ফলে এই যুদ্ধে ক্রমেই ইরানের জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান জানান, গাজায় বেসামরিক হত্যা বন্ধ না হলে, ইসরায়েলের সাথে সরাসরি লড়াইয়ে নতুন ফ্রন্ট খোলা ছাড়া আর কোনো পথ থাকবে না।

তাদের যৌথ প্রতিরোধ বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জন্য প্রায় এক যুগ আগে গঠিত হয় এই প্রতিরোধ বাহিনী। ইরান ছাড়াও এই বাহিনীতে আছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ভণ্ডামি না করে খুব বেশি দেরি হওয়ার আগেই নারী ও শিশুদের বিরুদ্ধে এসব যুদ্ধাপরাধ বন্ধ করুন। প্রতিরোধ বাহিনীর নেতারা দখলদার ইহুদিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত। জাতিসংঘসহ অন্যান্যরা সুযোগ কাজে না লাগালে, সামনের কয়েকঘণ্টার মধ্যেই ইহুদিদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা অনিবার্য হয়ে দাঁড়াবে।

ইরানের স্পষ্ট অবস্থান, যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের ইচ্ছে না থাকলেও ইসরায়েল না থামলে সামনের দিনগুলোতে ঘটতে পারে যেকোনো কিছু। হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান বলেন, আমেরিকানরা আমাদের যুদ্ধ সম্প্রসারণ না করার বার্তা দিচ্ছে। তাদের বলতে চাই, যুদ্ধ ছড়িয়ে পড়ুক এমনটা চায় না ইরান।

তবে সংযম একপাক্ষিক হতে পারে না। নেতানিয়াহুকে বেসামরিকদের বিরুদ্ধে যেকোনো অপরাধ করার স্বাধীনতা দিয়ে আপনি হিজবুল্লাহকে সংযত থাকার পরামর্শ দিতে পারেন না। এদিকে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা অনেক দেশই ইরানকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি দিচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরানও। ফলে পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password