ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু ভারতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু ভারতের
MostPlay

স্পোর্টস ডেস্ক : টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যার্থ ভারতীয় দল গতকাল রাতে বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল। ভারতীয় দলের টি-টুয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক ও নতুন কোচের প্রথম ম্যাচ ছিল এটি। প্রথম ম্যাচে সাফল্যের দেখা পেয়েছেন রোহত শর্মা ও রাহুল দ্রাবিড় জুটি। জয়পুরের স্বামী মানসীং স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৬৪ রানে আটকে দেওয়ার পর সূর্যকুমার যাদবদের ব্যাটে ভর করে শেষ ওভারে ২ বল বাকী থাকতে জয় তুলে নেয় ভারত। এতে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেলো ভারত।

জয়পুরে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদিকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগহ করে নিউজিল্যান্ড। ৪২ বলে ৭০ রান করেন মার্টিন গাপটিল। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া র্ক চাপম্যান করেন ৫০ বলে ৬৩ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ভারতের ভুবেনশ্বর-রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয় ভারতের। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুল ও রোহিত শর্মা ৫০ রান তোলেন। দলীয় ৫০ রানের মাথায় ১৫ রান করে ফেরেন লোকেশ রাহুল। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার বড় জুটি গড়ে খেলা নিজেদের আয়ত্তে নিয়ে আসেন। এই জুটির কারণেই মুলত খেলা থেকে ছিটকে যায় সফরকারীরা। ১০৯ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে আউট হন রোহিত শর্মা। ৩৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করে যান রোহিত।

রোহিত না পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সূর্যকুমার। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সূর্য। পান্ত ও সূর্যযাদব ব্যাটে সহজেই এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু বিপত্তি বাধে বোল্টের বলে সূর্যকুমার বোল্ড হলে। সূর্যকুমার ফেরার পর দ্রুত বিদায় নেন শ্রেয়াস আইয়ার। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান প্রয়োজন পড়ে ভারতের। ১৮ ও ১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান পায় ভারত। শেষ ওভারে ১০ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার। অভিষেক ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋসভ পান্থ ১টি করে চার মেরে ২ বল বাকী রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। রিশাভ পান্ত ১৭ রানে অপরাজিত থাকেন। ট্রেন্ট বোল্ট নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিম সাউদি, মিচেল সান্তনার এবং ড্যারিল মিচেল।

আগামী ১৯ নভেম্বর মহেন্দ্র সিংহ ধোনির শহর ঝারখণ্ডের রানচিতে অনুষ্ঠিত হবে পরের ম্যাচ। শুক্রবার সেই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে রোহিতদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password