নওগাঁর পত্নীতলায় আজ ৮১ গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় আজ ৮১ গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর উদ্বোধন
MostPlay

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে ন্যায় একযোগে নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসাব ৩য় পর্যায়ে জমি সহ ঘর প্রদান উদ্বোধন হবে।

এ উপলক্ষে গত রবিবার নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা লিটন সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং করেন। স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঘরের দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

তিনি বলেন ২৬শে এপ্রিল পত্নীতলায় ৩য় প্রর্যায়ে ৮১টি গৃহহীন পরিবারকে এই ঘর গুলোর দলিল সহ হস্তান্তর করা হবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে এটি মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার । ইতিমধ্যে এই উপজেলায় প্রথম পর্যায়ে ১১৪টি ২য় পর্যায়ে ১১৭টি মোট ২৩১টি এবং “সিধাতৈল গুচ্ছগ্রাম” প্রকল্পে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হয়েছে।

ইউএনও লিটন সরকার বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে ভূমিহীন ও গৃহহীন নির্বাচন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password