নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
MostPlay

নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরী মইজুল (৭৩) গত বুধবার রাত সাড়ে ৮টার সময় অসুস্থতা জনিত কারনে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও সহযোদ্ধা রেখে তিনি মারা যান। বৃহস্পতিবার বিকাল ২টার সময় তিনির নিজগ্রাম কসবা প্রাইমারী স্কুল মাঠে মাইদুল ইসলামের জানাযায় অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামবাসী ছাড়াও উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্থরের লোকজন অংশ গ্রহন করেন। মরহুমের জানাযার নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরী'র জীবন চরিত্র নিয়ে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নঈম উদ্দীন ও মরহুমের বড় পুত্র। 

এদিকে, রাষ্ট্র ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষে মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন। পুষ্পস্তবক অর্পণের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরীকে গার্ড অব অনার প্রদানের পাশাপাশি সশস্ত্র সালাম প্রদান করে সম্মান প্রদর্শন করেন। পরে তাঁকে কসবা গ্রামে দাফন করা হয়। এতে, সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী'র সুযোগ্য সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password