পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পায়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বৃহস্পতিবার, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে সমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়। এসময় পিটিআইয়ের কয়েকজন সিনিয়র নেতাও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
হামলার কারণ বা এর পেছনে কারা আছে এ বিষয়ে এখনও কিছু জানায়নি নিরাপত্তাবাহিনী। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী, চলছে তল্লাশি। এক বন্দুকধারী ইমরানকে বহনকারী কনটেইনার ট্রাক লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হলেও ইমরান খান বিপদমুক্ত বলে জানানো হয়েছে।
দলের কয়েকজন নেতা গুলিতে আহত হয়েছেন। ইমরান খানের দল এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে। ইমরান খানকে দ্রুত আরেকটি গাড়িতে স্থানান্তর করে হাসপাতালে নেওয়া হয়। ভিডিওতে তার পায়ে ব্যান্ডেজ দেখা যায়। একজন ইমরান সমর্থক বন্দুকধারীকে মোকাবেলা করেন।
তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী একাই ছিলেন বলে জানানো হয়েছে। পাঞ্জাবের লাহোর থেকে শুরু করা প্রতিবাদ লং মার্চের অংশ হিসেবে ইমরান খান ইসলামাবাদমুখী একটি লরিতে ছিলেন। শুক্রবার এটির রাজধানীতে পৌঁছনোর কথা। তবে পিটিআই এর সুনির্দিষ্ট সময় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র : এনডিটিভি, দ্য ডন
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন