নওগাঁয় নিজস্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

নওগাঁয় নিজস্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রী 'রিয়া মুনি'কে হত্যা মামলায় স্বামী মিলন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে নওগাঁর রানীনগর থানা পুলিশ। সোমবার সকালে রানীনগর উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।

এর আগে গত ৫ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারকৃত মিলন মিয়া রানীনগর উপজেলার ছাতার দিঘী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ। মামলা সূত্রে জানা যায়, নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের রুবেল আলীর মেয়ে রিয়া মুনি (১৯) এর গত দু' বছর আগে ছাতারদিঘী উত্তরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে রিয়ার শ্বশুর বাড়িতে পারিবারিক কলহ চলছিল। আবার যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই রিয়াকে তার স্বামী মিলন সহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করত।

এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাতে যৌতুককে কেন্দ্র করে গৃহবধূ রিয়ার সাথে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন রিয়াকে মারপিট করে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে হত্যা করে বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে মৃতদেহ ঝুলিয়ে রেখে বাড়ি থেকে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ রিয়া মুনি'র বাবা রুবেল বাদী হয়ে রিয়ার স্বামী মিলন, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি মনিকা, ননদ-জাসহ এজাহারনামীয় ৭ জনসহ ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে ৫ অক্টোবর রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পর থেকেই স্বামী সহ অন্যান্য আসামিরা পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মিলনকে সোমবার সকালে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পলাতক থাকা মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password