নওগাঁ জেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন সংরক্ষণের দাবীতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১ টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের বেসরকারি শিক্ষকরা মাসে বেতন পান মাত্র ১২ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫ শ টাকা আর বাড়ী ভাড়া ১ হাজার টাকা। এই টাকা দিয়ে বর্তমান সমাজে পরিবার পরিজন নিয়ে সংসারের ব্যয় চালানো সম্ভব নয়। দ্রুত সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করে পার্শ্ববর্তী দেশের মতো বেতন বাড়ানো এবং সংসদে শিক্ষকদের দাবী-দাওয়া তুলে ধরার জন্য জাতীয় সংসদে ১০% আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দাবী জানানো হয়েছে।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আজাহার আলী সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার স্বপন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, আজহার আলীসহ অন্যান্য শিক্ষক নেতারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন