নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ
MostPlay

নওগাঁর মান্দা উপজেলায় যৌতুকের টাকা না পাওযায় হাসি বানু (১৮) নামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় গালে আগুনের ছ্যাকা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ।

আজ বুধবার (১১ মে) দুপুরে উপজেলার মহানগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত হাসি বানু উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আয়নাল আলীর মেয়ে। তার স্বামীর নাম সজিব হোসেন । তিনি মান্দা উপজেলার মহানগর এলাকার ময়নুর আলীর ছেলে। বর্তমানে হাসি বানু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে সজিব হোসেনের সঙ্গে হাসি বানুর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ টাকা যৌতুক হিসেবে নির্ধারণ করা হয়। কিন্তু ৫ হাজার টাকা ও চারআনা সোনা আংটি পরিশোধ করা হয়। বিয়ের তিন মাস পর আবারও যৌতুকের দাবিতে হাসি বানুকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সজিব আলী। পরিবার অসহায় হওয়ায় টাকা জোগাড় না করে মেয়েকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় পরিবার।

এরপরও বিভিন্ন সময় ওই গৃহবধূর ওপর নির্যাতন চালানো হয়। এরই ধারাবাহিকতায় প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক নির্যাতন। এতে দেখা যায়, স্বামী সজিব ও তা শাশুড়ি সাহেদা বিবি হাসি বানুকে চুলার লাকড়ি দিয়ে গালে আগুনের ছ্যাকা দেয় ওমাটিতে ফেলে চুলের মুটি ধরে পেটের মধ্যে জোরে জোরে লাথি মারছে। পরে খবর পেয়ে হাসির পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা করান।

এ বিষয়ে চিকিৎসাধীন গৃহবধূ হাসি বানু বলেন, ‘বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্বামী যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু আমার পরিবার গরীব হওয়ায় দাবি করা যৌতুকের টাকা পরিশোধ করতে পারে না। এর ফলে অধিকাংশ সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়। আরও টাকা দাবি করে স্বামী ও শশুর শাশুড়ি আমার ওপর অমানুষিক নির্যাতন করেন। আমি এর সুষ্ঠ বিচার চাই।’ হাসির মা বলেন, ‘আমার স্বামী গরীব । যৌতুকের সব টাকা দিতে না পারায় নির্যাতন করলো এভাবে আমার মেয়েটাকে। সবার সামনে মারছে মেয়েটাকে। মেয়েটা কত কষ্ট পেয়েছে। সজিব হোসেনের যেন শাস্তি হয়, এটা চাই। সে যে ভুল করেছে, অন্যায় করেছে, সেটা মাথা নিচু করে স্বীকার করতে হবে। এমন একটা পশুর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছি ভাবতে খারাপ লাগছে।’

এ বিষয়ে অভিযুক্ত ওই গৃহবধূর স্বামী সজিব ও শাশুড়ি সাহেদা বিবি জানান, আমরা তাকে কোন মারধর করিনি এসব তার সাজানো নাটক এবং সকল অভিযোগ অস্বীকার করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গৃহবধূকে নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password