শাওনের হত্যার বিচার চাইলেন তার মেজ ভাই ফরহাদ

শাওনের হত্যার বিচার চাইলেন তার মেজ ভাই ফরহাদ
MostPlay

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাওনের হত্যার বিচার চাইলেন তার মেজ ভাই ফরহাদ হোসেন। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ভাইয়ের হত্যার বিচার দাবি করেন ফরহাদ।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিতে নিহত হন শাওন প্রধান, যিনি যুবদলের কর্মী বলে দাবি করে বিএনপি। এ ঘটনায় দুই দিনের বিক্ষোভও করছে বিএনপি। এর মধ্যে গত শুক্রবার বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করে শাওনের বড় ভাইয়ের মামলা করেছে বলে খবর প্রকাশ পায়। বিএনপির পক্ষ থেকে সেদিনই বিস্ময় প্রকাশ করা হয়েছে, পুলিশ চাপ দিয়ে মামলাটি করিয়েছে।

যুবদলের সমাবেশে অংশ নিয়ে শাওনের ভাই দাবি করে বলেন, পুলিশ সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখে। পরে দেখতে পাই আমি মামলার বাদী। শাওনের ভাই ফরহাদ হোসেন দাবি করেন, তার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ফরহাদ নিজে স্লোগান ধরেন। বলেন, শাওন হত্যার বিচার চাই। যুবদলের নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগান ধরেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password