রোববার (৬ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম জানান, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’
এর আগে গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে 'অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।
ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন হিরো আলম। তার অভিযোগটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ। রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডিবিপ্রধান।
হারুন অর রশীদ বলেন, আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলম এর আগেও ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী সময়ে এসেছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের শনাক্ত করতে। এ ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেপ্তার করেছি।
আজ তিনি এসেছিলেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করতে। ডিবিপ্রধান বলেন, তিনি (হিরো আলম) অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে।
আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে। তিনি বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখব।
এর আগে, ডিবি কার্যালয়ে হিরো আলম গণমাধ্যমকর্মীদের বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে আমি এখন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাব। ডিবি অফিসে এসেছিলাম এখানে লিখিত অভিযোগ দিয়েছি। যেহেতু আমি মানহানি মামলা করতে চাচ্ছি। তাই মামলাটি কোর্টেই করতে হবে।
রিজভীরে এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া কিন্তু এইট পাস ছিলেন। তিনি এইট পাস ছিলেন, আমি সেভেন পাস। এক ক্লাস নিচে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন